ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
১৮. ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২০২৭
এক বিক্রয়ে দুই বিক্রয় ও ঋণ বিক্রয় থেকে নিষেধাজ্ঞা
(২০২৭) ইবন মাসউদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এক বিক্রয়চুক্তির মধ্যে দুইটি চুক্তি করতে নিষেধ করেছেন (যেমন বলা: 'পণ্যটি আপনাকে বিক্রয় করলাম, যদি নগদ দাম দেন তবে এত টাকা দিবেন আর যদি বাকি করেন তবে এত দিবেন...')।
عن عبد الله بن مسعود رضي الله عنه: نهى رسول الله صلى الله عليه وسلم عن صفقتين في صفقة واحدة.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২০২৮
এক বিক্রয়ে দুই বিক্রয় ও ঋণ বিক্রয় থেকে নিষেধাজ্ঞা
(২০২৮) তাবিয়ি আবু ইসহাক সুবাইয়ি বলেন, আমার স্ত্রী বলেছেন, তিনি এবং যাইদ ইবন আরকাম রা.র একজন দাসী-স্ত্রী আয়িশা রা.র নিকট গমন করেন । যাইদ ইবন আরকাম রা.র উক্ত দাসী আয়িশা রা.কে বলেন, আমার একটি ক্রীতদাস আমি যাইদ ইবন আরকামকে ৮০০ দিরহাম মূল্যে বাকিতে বিক্রয় করি। এরপর আমি সেই দাসকে ৬০০ দিরহাম নগদ প্রদান করে তার থেকে ক্রয় করি। (এভাবে আমি যাইদ রা.কে নগদ ৬০০ টাকা প্রদান করলাম, এবং তার কাছে আমার ৮০০ দিরহাম পাওনা আছে বলে লিখে নিলাম । আর দাসটি আমারই থেকে গেল)। তখন আয়িশা রা. বলেন, যাইদ ইবন আরকাম রা.কে জানিয়ে দেবে যে, তিনি যদি তাওবা না করেন, তবে রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে তার জিহাদ এই কর্মের দ্বারা বাতিল হয়ে যাবে। তোমার বিক্রয়টি খুবই খারাপ হয়েছে এবং ক্রয়টিও খুবই খারাপ হয়েছে।
عن أبي إسحاق السبيعي عن امرأته أنها دخلت على عائشة هي وأم ولد زيد بن أرقم فقالت أم ولد زيد لعائشة: إني بعث من زيد غلاما بثمانمائة درهم نسيئة واشتريت بستمائة نقدا فقالت: أخبري زيد بن أرقم أن قد أبطلت جهادك مع رسول الله صلى الله عليه وسلم إلا أن تتوب بئس ما اشتريت وبئس ما شريت

তাহকীক:
তাহকীক চলমান