ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

১২. জিহাদ অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৯৩০
শত্রু যুদ্ধবন্দিদেরকে হত্যা করা, ক্রীতদাস বানানো, বিনা বিনিময়ে মুক্তি প্রদান ও বিনিময় গ্রহণ করে মুক্তি প্রদান
(১৯৩০) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে একটি যুদ্ধাভিযানে প্রেরণ করলেন এবং বললেন, তোমরা যদি অমুক এবং অমুককে পাও তাহলে তাদেরকে আগুনে পুড়িয়ে মারবে। এরপর যখন আমরা যাত্রা করছিলাম তখন তিনি বললেন, আমি তোমাদেরকে বলেছিলাম যে, অমুক এবং অমুককে পুড়িয়ে মারবে। বস্তুত আগুন দিয়ে শাস্তি দেওয়ার অধিকার আল্লাহ ছাড়া কারো নেই। কাজেই তোমরা তাদেরকে পেলে (পুড়িয়ে মারবে না, বরং) হত্যা করবে।
عن أبي هريرة رضي الله عنه أنه قال: بعثنا رسول الله صلى الله عليه وسلم في بعث فقال: إن وجدتم فلانا وفلانا فأحرقوهما بالنار ثم قال رسول الله صلى الله عليه وسلم حين أردنا الخروج: إني أمرتكم أن تحرقوا فلانا وفلانا وإنّ النار لا يعذب بها إلا الله فإن وجدتموهما فاقتلوهما
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৯৩১
শত্রু যুদ্ধবন্দিদেরকে হত্যা করা, ক্রীতদাস বানানো, বিনা বিনিময়ে মুক্তি প্রদান ও বিনিময় গ্রহণ করে মুক্তি প্রদান
(১৯৩১) আনাস রা. বলেন, মক্কা বিজয়ের দিনে রাসূলুল্লাহ (ﷺ) যখন মক্কায় প্রবেশ করেন তখন তার মাথায় ছিল লৌহশিরস্ত্রাণ। যখন তিনি তা খুললেন তখন একব্যক্তি এসে বলল, ইবন খাতাল কাবাগৃহের গেলাফ জড়িয়ে ধরে রয়েছে । তিনি বললেন, তাকে হত্যা করো।
عن أنس بن مالك رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم دخل عام الفتح وعلى رأسه المغفر فلما نزعه جاء رجل فقال: إن ابن خطل متعلق بأستار الكعبة فقال اقتلوه
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৯৩২
শত্রু যুদ্ধবন্দিদেরকে হত্যা করা, ক্রীতদাস বানানো, বিনা বিনিময়ে মুক্তি প্রদান ও বিনিময় গ্রহণ করে মুক্তি প্রদান
(১৯৩২) ইবন উমার রা. একটি দীর্ঘ হাদীসের ভেতরে বলেন, রাসূলুল্লাহ (ﷺ) হুনাইনের যুদ্ধে যুদ্ধবন্দিদেরকে দয়া করেন, মুক্তিপণ বা বিনিময় ব্যতিরেকেই তাদের সবাইকে মুক্তি দিয়ে দেন।
عن ابن عمر رضي الله عنهما في حديث طويل قال: ...فمن رسول الله صلى الله عليه وسلم على سبي حنين
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৯৩৩
শত্রু যুদ্ধবন্দিদেরকে হত্যা করা, ক্রীতদাস বানানো, বিনা বিনিময়ে মুক্তি প্রদান ও বিনিময় গ্রহণ করে মুক্তি প্রদান
(১৯৩৩) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বদরের যুদ্ধে জাহিলি (কাফির) যুদ্ধবন্দিদের মুক্তিপণ প্রত্যেকের জন্য ৪০০ দিরহাম করে নির্ধারণ করেন।
عن ابن عباس رضي الله عنهما: أن النبي صلى الله عليه وسلم جعل فداء أهل الجاهلية يوم بدر أربع مائة
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৯৩৪
শত্রু যুদ্ধবন্দিদেরকে হত্যা করা, ক্রীতদাস বানানো, বিনা বিনিময়ে মুক্তি প্রদান ও বিনিময় গ্রহণ করে মুক্তি প্রদান
(১৯৩৪) ইমরান ইবন হুসাইন রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) দুইজন মুসলিম যুদ্ধবন্দির বিনিময়ে একজন মুশরিক যুদ্ধবন্দিকে মুক্তি দান করেন।
عن عمران بن حصين رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم فدى رجلين من المسلمين برجل من المشركين
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা