ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

১২. জিহাদ অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৯৩৫
শত্রুপক্ষের যুদ্ধবন্দি নারীগণ দাসীরূপে বণ্টনের পরে তারা মালিকানাধীন হালাল বলে গণ্য হবে, তাদের স্বামী থাকলেও
(১৯৩৫) আবু সায়ীদ রা. বলেন, আওতাস যুদ্ধের দিনে তারা কিছু দাসী লাভ করেন, যাদের স্বামী ছিল। তারা তাদের বিষয়ে ভয় অনুভব করেন । তখন এই আয়াতটি নাযিল হল, ‘এবং সকল সধবা নারী (তোমাদের জন্য নিষিদ্ধ), তোমাদের অধিকারভুক্ত দাসী ব্যতীত'।**
عن أبي سعيد رضي الله عنه قال: أصابوا سبيا يوم أوطاس لهنّ أزواج فتخوفوا فأنزلت هذه الآية: والمحصنات من النساء إلا ما ملكت أيمانكم... تحرجوا من غشيانهن من أجل أزواجهن من المشركين... فهن لكم حلال إذا انقضت عدتهن.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান