ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
১২. জিহাদ অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৯২৩
অনির্ধারিত অনুদান ছাড়া কাফিরের জন্য কোনো অংশ নেই এবং যুদ্ধে কাফিরদের সহযোগিতা গ্রহণ মাকরূহ
(১৯২৩) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) (খাইবারের যুদ্ধে) বনু কাইনুকার ইয়াহুদিদের সহযোগিতা গ্রহণ করেন। তিনি তাদেরকে (গনীমতের সম্পদ থেকে) অনির্ধারিত কিছু অনুদান প্রদান করেন। কিন্তু তিনি গনীমতের অংশবণ্টনে তাদেরকে নিধারিত অংশ প্রদান করেন নি।
عن ابن عباس رضي الله عنهما قال: استعان رسول الله صلى الله عليه وسلم بيهود قينقاع فرضخ لهم ولم يسهم لهم

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৯২৪
অনির্ধারিত অনুদান ছাড়া কাফিরের জন্য কোনো অংশ নেই এবং যুদ্ধে কাফিরদের সহযোগিতা গ্রহণ মাকরূহ
(১৯২৪) আয়িশা রা. বলেন, (বদরের যুদ্ধে একজন কাফির কুরাইশদের বিরুদ্ধে মুসলিমদেরকে সাহায্য করতে চাইলে তাকে) রাসূলুল্লাহ (ﷺ) বলেন, আমি কোনো মুশরিকের সাহায্য গ্রহণ করি না।
عن عائشة رضي الله عنها مرفوعا: لن أستعين بمشرك

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৯২৫
অনির্ধারিত অনুদান ছাড়া কাফিরের জন্য কোনো অংশ নেই এবং যুদ্ধে কাফিরদের সহযোগিতা গ্রহণ মাকরূহ
(১৯২৫) খুবাইব ইবন আব্দুর রহমান তার পিতার সূত্রে তার দাদা আসওয়াদ ইবন হারিসা রা. থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমরা মুশরিকদের সাহায্য গ্রহণ করি না।
عن خبيب بن عبد الرحمن عن أبيه عن جده (خبيب بن عبد الرحمن بن الأسود بن حارثة) رضي الله عنه مرفوعا: إنّا لا نستعين بالمشركين.

তাহকীক:
তাহকীক চলমান
