ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

১২. জিহাদ অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৯২৬
কখন কিশোর প্রাপ্তবয়স্ক হবে এবং তার জন্য গনীমত নির্ধারণ করা হবে
(১৯২৬) তাবিয়ি নাফি' বলেন, ইবন উমার রা. বলেন, উহুদের যুদ্ধের সময় রাসূলুল্লাহ (ﷺ) আমাকে যুদ্ধের জন্য বাছাইয়ে নেন। আমার বয়স তখন ছিল ১৪ বছর। তিনি আমাকে যুদ্ধের অনুমতি প্রদান করেন নি। খন্দকের যুদ্ধের সময় তিনি আমাকে বাছাইয়ে নেন। তখন আমার বয়স ছিল ১৫ বছর। তখন তিনি আমাকে যুদ্ধের অনুমতি প্রদান করেন। তাবিয়ি নাফি' বলেন, উমার ইবন আব্দুল আযীয (১০২ হি.) যখন খলীফা ছিলেন তখন আমি তার নিকট এসে এই হাদীসটি তাকে বলি। তখন তিনি বলেন, এটিই হল অপ্রাপ্তবয়স্ক কিশোর ও প্রাপ্তবয়স্ক বড় মানুষের মধ্যে সীমা রেখা। তখন তিনি তার প্রশাসকগণের নিকট ফরমান পাঠান যে, যাদের বয়স ১৫ বছর তাদের জন্য গনীমতের অংশ নির্ধারণ করবে।
عن نافع عن ابن عمر رضي الله عنهما قال: عرضني رسول الله صلى الله عليه وسلم يوم أحد في القتال وأنا ابن أربع عشرة سنة فلم يجزني وعرضني يوم الخندق وأنا ابن خمس عشرة سنة فأجازني قال نافع: فقدمت على عمر بن عبد العزيز وهو يومين خليفة فحدثته هذا الحديث فقال: إن هذا لحدّ بين الصغير فلم يجزني والكبير فكتب إلى عماله أن يفرضوا لمن كان ابن خمس عشرة سنة فلم يجرني ولم يرني بلغت
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান