ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
১২. জিহাদ অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৯২২
অযোদ্ধা দাস বা নারীর জন্য অনুদান ভিন্ন গনীমতের অংশ নেই
(১৯২২) ইয়াযীদ ইবন হুরমুয থেকে বর্ণিত, নাজদা ইবন আমির নামক এক খারিজি নেতা ইবন আব্বাস রা.র নিকট পত্র লিখে জানতে চায় যে, কোনো (অযোদ্ধা) দাস বা নারী যদি গনীমত বণ্টনের সময় উপস্থিত হয় তাহলে কি তাদের জন্য বণ্টন করা যাবে? উত্তরে ইবন আব্বাস লিখেন যে, তাদের জন্য কোনো নির্ধারিত অংশ নেই, তবে অনুদান দেওয়া যাবে।
عن يزيد بن هرمز قال: كتب نجدة بن عامر إلى ابن عباس رضي الله عنه يسأله عن العبد والمرأة يحضران المغنم هل يقسم لهما؟ فكتب إليه أنه ليس لهما شيء إلا أن يحذيا

তাহকীক:
তাহকীক চলমান