ফিকহুস সুনান ওয়াল আসার
১২. জিহাদ অধ্যায়
হাদীস নং: ১৯২৫
অনির্ধারিত অনুদান ছাড়া কাফিরের জন্য কোনো অংশ নেই এবং যুদ্ধে কাফিরদের সহযোগিতা গ্রহণ মাকরূহ
(১৯২৫) খুবাইব ইবন আব্দুর রহমান তার পিতার সূত্রে তার দাদা আসওয়াদ ইবন হারিসা রা. থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমরা মুশরিকদের সাহায্য গ্রহণ করি না।
عن خبيب بن عبد الرحمن عن أبيه عن جده (خبيب بن عبد الرحمن بن الأسود بن حارثة) رضي الله عنه مرفوعا: إنّا لا نستعين بالمشركين.
হাদীসের ব্যাখ্যা:
গ্রন্থকার বলেন, মূলনীতি হল, মুসলিম রাষ্ট্র কাফিরদের বিরুদ্ধে যুদ্ধে কাফির-মুশরিকের সাহায্য গ্রহণ করবে না। তবে যদি প্রয়োজন হয় এবং রাষ্ট্রপ্রধান জরুরি মনে করেন, তাহলে কাফির রাষ্ট্র, ব্যক্তি বা জনগোষ্ঠীর সাহায্য গ্রহণ করতে পারেন। এরা রাষ্ট্রপ্রধানের ঝাণ্ডার নিচে যুদ্ধ করবে। রাসূলুল্লাহ (ﷺ) বদর যুদ্ধের অনেক বছর পরে খাইবার যুদ্ধের সময় বনু কাইনুকার ইয়াহুদিদের সাহায্য গ্রহণ করেছেন। এর অনেক পরে হুনাইনের যুদ্ধে সাফওয়ান ইবন উমাইয়া প্রমুখ মুশরিকদের সাহায্য গ্রহণ করেন। আল্লাহই ভালো জানেন।
