ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
১১. ইসলাম নির্ধারিত দন্ডবিধি - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৫ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৮০৮
অবিবাহিত ব্যক্তি ব্যভিচার করলে শাস্তি ১০০ বেত্রাঘাত। দেশান্তরের এবং বেত্রাঘাত ও রজম উভয় শাস্তি প্রদানের ব্যাখ্যা
(১৮০৮) আবু হুরাইরা রা. এবং যাইদ ইবন খালিদ আল-জুহানি রা. বলেন, একজন বেদুঈন রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আগমন করে বলেন, হে আল্লাহর রাসূল, আমি আল্লাহর ওয়াস্তে আপনার নিকট আবেদন করছি, আপনি অবশ্যই আল্লাহর কিতাব দিয়ে ফয়সালা করে দিন। তখন তার প্রতিপক্ষ বিবাদী— যে তার চেয়ে বেশী বুদ্ধিমান ছিল- বলল, হ্যাঁ, আপনি আল্লাহর কিতাব দ্বারা বিচার করে দিন এবং আমাকে বলার অনুমতি দিন। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তুমি বলো। লোকটি বলে, আমার ছেলে এই লোকটির বাড়িতে শ্রমিকের কাজ করত। এমতাবস্থায় সে তার স্ত্রীর সাথে ব্যভিচারে লিপ্ত হয়।... তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তোমার ছেলের শাস্তি হল ১০০ বেত্রাঘাত এবং এক বছরের দেশান্তর। আর হে উনাইস, তুমি এই লোকটির স্ত্রীর নিকট গমন করো। সে যদি স্বীকারোক্তি প্রদান করে তাহলে তাকে রজম করবে।
عن أبي هريرة وزيد بن خالد الجهني رضي الله عنهما أنهما قالا: إن رجلا من الأعراب أتى رسول الله صلى الله عليه وسلم فقال: يا رسول الله أنشدك الله إلا قضيت لي بكتاب الله فقال الخصم الآخر: وهو أفقه منه نعم فاقض بيننا بكتاب الله وأذن لي فقال رسول الله صلى الله عليه وسلم: قل قال إن ابني كان عسيفا على هذا فزنى بامرأته... فقال رسول الله صلى الله عليه وسلم: على ابنك جلد مائة وتغريب عام اغد يا أنيس إلى امرأة هذا فإن اعترفت فارجمها

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৮০৯
অবিবাহিত ব্যক্তি ব্যভিচার করলে শাস্তি ১০০ বেত্রাঘাত। দেশান্তরের এবং বেত্রাঘাত ও রজম উভয় শাস্তি প্রদানের ব্যাখ্যা
(১৮০৯) উবাদা ইবন সামিত রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তোমরা আমার নিকট থেকে গ্রহণ করো- তিনি তিনবার কথাটি বলেন আল্লাহ মেয়েদের জন্য পথ বের করে দিয়েছেন।** যদি অবিবাহিত নারী ও পুরুষ ব্যভিচার করে তাদের শাস্তি ১০০ বেত্রাঘাত ও এক বছরের জন্য দেশান্তর । আর বিবাহিত নারী ও পুরুষ ব্যভিচার করলে তার শাস্তি ১০০ বেত্রাঘাত ও প্রস্তরাঘাতে মৃত্যুদণ্ড।
عن عبادة بن الصامت رضي الله عنه مرفوعا: خذوا عني ثلاثا قد جعل الله لهن سبيلا: البكر بالبكر جلد مائة ونفي سنة والثيب بالثيب جلد مائة والرجم

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৮১০
অবিবাহিত ব্যক্তি ব্যভিচার করলে শাস্তি ১০০ বেত্রাঘাত। দেশান্তরের এবং বেত্রাঘাত ও রজম উভয় শাস্তি প্রদানের ব্যাখ্যা
(১৮১০) তাবিয়ি সায়ীদ ইবনুল মুসাইয়িব (১৩-৯৪ হি.) বলেন, উমার রা, রাবীআ ইবন উমাইয়াকে মদপানের শাস্তিস্বরূপ খাইবারে দেশান্তর করেন। ফলে সে বাইযান্টাইন সম্রাট হিরাক্লিয়াসের কাছে চলে যায় এবং খ্রিস্টান হয়ে যায়। অতঃপর উমার রা. বলেন, এরপর আর কোনো মুসলিমকে আমি দেশান্তরে পাঠাব না ।
عن سعيد بن المسيب قال: غرب عمر رضي الله عنه ربيعة بن أمية في الخمر إلى خيبر فلحق بهرقل فتنصر فقال عمر رضي الله عنه: لا أغرب بعده مسلما

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৮১১
অবিবাহিত ব্যক্তি ব্যভিচার করলে শাস্তি ১০০ বেত্রাঘাত। দেশান্তরের এবং বেত্রাঘাত ও রজম উভয় শাস্তি প্রদানের ব্যাখ্যা
(১৮১১) তাবিয়ি ইবরাহীম নাখয়ি (৪৬-৯৬ হি.) বলেন, সাহাবি আব্দুল্লাহ ইবন মাসউদ (৩২ হি.) বলেন, অবিবাহিতা মেয়ে অবিবাহিত পুরুষের সাথে ব্যভিচার করলে উভয়কে ১০০ বেত্রাঘাত করতে হবে এবং একবছর দেশান্তরে দিতে হবে। এবং আলী বলেন, দেশান্তরে পাঠানো এদের জন্য কঠিন ফিতনা ও ক্ষতির কারণ।
عن إبراهيم قال قال عبد الله في البكر تزنى بالبكر يجلدان مائة وينفيان وقال علي: حسبهما من الفتنة أن ينفيا

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:১৮১২
অবিবাহিত ব্যক্তি ব্যভিচার করলে শাস্তি ১০০ বেত্রাঘাত। দেশান্তরের এবং বেত্রাঘাত ও রজম উভয় শাস্তি প্রদানের ব্যাখ্যা
(১৮১২) আবু হুরাইরা রা. বলেন, অবিবাহিত ব্যক্তি ব্যভিচার করলে তার জন্য রাসূলুল্লাহ (ﷺ) ফয়সালা দিয়েছেন এক বছরের দেশান্তর ও তার উপর হদ্দ বা শরীআতি শাস্তি প্রতিষ্ঠা করার।
عن أبي هريرة رضي الله عنه: أن رسول الله صلى الله عليه وسلم قضى فيمن زنى ولم يحصن بنفي عام وبإقامة الحد عليه

তাহকীক:
তাহকীক চলমান
