ফিকহুস সুনান ওয়াল আসার
১১. ইসলাম নির্ধারিত দন্ডবিধি
হাদীস নং: ১৮১১
অবিবাহিত ব্যক্তি ব্যভিচার করলে শাস্তি ১০০ বেত্রাঘাত। দেশান্তরের এবং বেত্রাঘাত ও রজম উভয় শাস্তি প্রদানের ব্যাখ্যা
(১৮১১) তাবিয়ি ইবরাহীম নাখয়ি (৪৬-৯৬ হি.) বলেন, সাহাবি আব্দুল্লাহ ইবন মাসউদ (৩২ হি.) বলেন, অবিবাহিতা মেয়ে অবিবাহিত পুরুষের সাথে ব্যভিচার করলে উভয়কে ১০০ বেত্রাঘাত করতে হবে এবং একবছর দেশান্তরে দিতে হবে। এবং আলী বলেন, দেশান্তরে পাঠানো এদের জন্য কঠিন ফিতনা ও ক্ষতির কারণ।
عن إبراهيم قال قال عبد الله في البكر تزنى بالبكر يجلدان مائة وينفيان وقال علي: حسبهما من الفتنة أن ينفيا
হাদীসের ব্যাখ্যা:
গ্রন্থকার বলেন, উপরের হাদীসদ্বয়ে উমার রা. ও আলী রা. উভয়ের কথা থেকে প্রতীয়মান হয় যে, অবিবাহিতের জন্য দেশান্তর করা এবং বিবাহিতের জন্য বেত্রাঘাত ও প্রস্তরাঘাত উভয় শাস্তি একত্র করা মূলত শরীআত নির্ধারিত হদ্দ বা শাস্তির অংশ নয়, বরং তা ছিল সংশোধনের জন্য অতিরিক্ত শাস্তি ও প্রশাসনিক সিদ্ধান্ত। নিচের হাদীস থেকেও তা প্রতীয়মান হয় ।
