ফিকহুস সুনান ওয়াল আসার
১১. ইসলাম নির্ধারিত দন্ডবিধি
হাদীস নং: ১৮১০
অবিবাহিত ব্যক্তি ব্যভিচার করলে শাস্তি ১০০ বেত্রাঘাত। দেশান্তরের এবং বেত্রাঘাত ও রজম উভয় শাস্তি প্রদানের ব্যাখ্যা
(১৮১০) তাবিয়ি সায়ীদ ইবনুল মুসাইয়িব (১৩-৯৪ হি.) বলেন, উমার রা, রাবীআ ইবন উমাইয়াকে মদপানের শাস্তিস্বরূপ খাইবারে দেশান্তর করেন। ফলে সে বাইযান্টাইন সম্রাট হিরাক্লিয়াসের কাছে চলে যায় এবং খ্রিস্টান হয়ে যায়। অতঃপর উমার রা. বলেন, এরপর আর কোনো মুসলিমকে আমি দেশান্তরে পাঠাব না ।
عن سعيد بن المسيب قال: غرب عمر رضي الله عنه ربيعة بن أمية في الخمر إلى خيبر فلحق بهرقل فتنصر فقال عمر رضي الله عنه: لا أغرب بعده مسلما
