ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
১১. ইসলাম নির্ধারিত দন্ডবিধি - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৮০৭
ব্যভিচারের স্বীকৃতিদানকারী গর্ভবতী মহিলার রজম করা এবং কীভাবে তার রজম করতে হবে
(১৮০৭) ইমরান ইবন হুসাইন রা. বলেন, জুহাইনা গোত্রের এক মেয়ে আল্লাহর নবী (ﷺ) এর নিকট এসে বলে, হে আল্লাহর রাসূল, আমি শাস্তিযোগ্য অপরাধ করেছি, আপনি আমাকে শাস্তি প্রদান করুন । মেয়েটি তখন ব্যভিচারের কারণে গর্ভবতী ছিল । তখন আল্লাহর নবী (ﷺ) মহিলার অভিভাবককে ডেকে বলেন, তুমি একে যত্নসহকারে দেখাশোনা করবে। সন্তান প্রসবের পরে আমার নিকট নিয়ে আসবে। তখন লোকটি মেয়েটিকে সেভাবে সন্তান প্রসবের পরে নিয়ে আসে (অন্য বর্ণনায়: 'দুধ ছাড়ানোর পরে এসো')। তখন আল্লাহর নবী (ﷺ) এর নির্দেশে মেয়েটির পোশাক তার দেহে ভালোভাবে জড়িয়ে দেওয়া হয়। এরপর তাকে রজম করা হয় । অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) তার সালাতুল জানাযা আদায় করেন। তখন উমার রা. বলেন, হে আল্লাহর নবী, আপনি মেয়েটির জন্য সালাতুল জানাযা আদায় করছেন, অথচ মেয়েটি ব্যভিচার করেছে! তখন তিনি বলেন, মেয়েটি এমন তাওবা করেছে যে তাওবা যদি সত্তরজন মদীনাবাসীর মধ্যে বণ্টন করে দেওয়া হয় তাহলে তাদের জন্য যথেষ্ট বলে বিবেচিত হবে। তুমি কি এর চেয়ে বড় কোনো তাওবা দেখেছ, যে নিজের জীবনটিই আল্লাহর জন্য বিলিয়ে দিল?
عن عمران بن حصين رضي الله عنه: أن امرأة من جهينة أتت نبي الله صلى الله عليه وسلم وهي حبلى من الزنى فقالت: يا نبي الله أصبت حدا فأقمه علي فدعا نبي الله صلى الله عليه وسلم وليها فقال: أحسن إليها فإذا وضعت فأتني بها ففعل فأمر بها نبي الله صلى الله عليه وسلم فشكت عليها ثيابها ثم أمر بها فرجمت ثم صلّى عليها فقال له عمر: تصلي عليها يا نبي الله وقد زنت؟ فقال: لقد تابت توبة لو قسمت بين سبعين من أهل المدينة لوسعتهم وهل وجدت توبة أفضل من أن جادت بنفسها لله تعالى؟

তাহকীক:
তাহকীক চলমান
