ফিকহুস সুনান ওয়াল আসার

১১. ইসলাম নির্ধারিত দন্ডবিধি

হাদীস নং: ১৮১২
অবিবাহিত ব্যক্তি ব্যভিচার করলে শাস্তি ১০০ বেত্রাঘাত। দেশান্তরের এবং বেত্রাঘাত ও রজম উভয় শাস্তি প্রদানের ব্যাখ্যা
(১৮১২) আবু হুরাইরা রা. বলেন, অবিবাহিত ব্যক্তি ব্যভিচার করলে তার জন্য রাসূলুল্লাহ (ﷺ) ফয়সালা দিয়েছেন এক বছরের দেশান্তর ও তার উপর হদ্দ বা শরীআতি শাস্তি প্রতিষ্ঠা করার।
عن أبي هريرة رضي الله عنه: أن رسول الله صلى الله عليه وسلم قضى فيمن زنى ولم يحصن بنفي عام وبإقامة الحد عليه

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার বলেন, এ থেকে বোঝা যায় যে, দেশান্তর হদ্দ প্রতিষ্ঠার অংশ নয়, বরং পৃথক বিষয়; এজন্য দুইটি বিষয়কে ‘এবং' দ্বারা সংযুক্ত করা হয়েছে। আল্লাহই ভালো জানেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ১৮১২ | মুসলিম বাংলা