ফিকহুস সুনান ওয়াল আসার

১১. ইসলাম নির্ধারিত দন্ডবিধি

হাদীস নং: ১৮১৩
প্রস্তরাঘাতে মৃত্যুদণ্ডের শাস্তি সত্য ও প্রমাণিত
(১৮১৩) আব্দুল্লাহ ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর মিম্বরের উপর বসে উমার ইবনুল খাত্তাব রা. বলেন, নিশ্চয় আল্লাহ মুহাম্মাদ (ﷺ) কে সত্যসহ প্রেরণ করেন এবং তাঁর উপর গ্রন্থ অবতীর্ণ করেন । তাঁর উপর অবতীর্ণ বিষয়াবলির মধ্যে ছিল 'রজম' বা প্রস্তরাঘাতে মৃত্যুদণ্ডের আয়াত। আমরা আয়াতটি পড়েছিলাম, মুখস্থ করেছিলাম এবং বুঝে নিয়েছিলাম (এরপর আয়াতটির পঠন রহিত হয়ে যায় কিন্তু বিধান বলবৎ থাকে)। রাসূলুল্লাহ (ﷺ) রজম করেছেন এবং তাঁর পরে আমরা রজম করেছি । আমার ভয় হয়, মানুষদের মধ্যে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরে হয়ত কেউ বলবে, আমরা 'রজম'র বিধান আল্লাহর গ্রন্থে পাই না। এভাবে আল্লাহ কর্তৃক অবতরণকৃত একটি ফরয বিধান পরিত্যাগ করে তারা বিভ্রান্ত হয়ে যাবে । 'রজম' আল্লাহর কিতাবের মধ্যে একটি সত্য নির্দেশ, কোনো বিবাহিত পুরুষ বা নারী ব্যভিচার করলে তার জন্য। যদি তার অপরাধ প্রমাণিত হয় অথবা গর্ভ বা স্বীকারোক্তি থাকে ।
عن عبد الله بن عباس رضي الله عنهما يقول قال عمر بن الخطاب وهو جالس على منبر رسول الله صلى الله عليه وسلم: إن الله قد بعث محمدا صلى الله عليه وسلم بالحق وأنزل عليه الكتاب فكان مما أنزل عليه آية الرجم قرأناها ووعيناها وعقلناها فرجم رسول الله صلى الله عليه وسلم ورجمنا بعده فأخشى إن طال بالناس زمان أن يقول قائل: ما نجد الرجم في كتاب الله فيضلوا بترك فريضة أنزلها الله وإن الرجم في كتاب الله حق على من زنى إذا أحصن من الرجال والنساء إذا قامت البينة أو كان الحبل أو الاعتراف

হাদীসের ব্যাখ্যা:

গর্ভের কারণে রজমের ব্যাখ্যা
গ্রন্থকার বলেন, উপরের হাদীসে উমার রা. বলেছেন, প্রমাণ, গর্ভ বা স্বীকারোক্তির কারণে বিবাহিত নারী ও পুরুষের 'রজম' করা হবে। এখানে ‘গর্ভের কারণে রজমের ব্যাখ্যা হল যদি গর্ভের পরে স্বীকারোক্তি বা প্রমাণ প্রতিষ্ঠিত হয় তাহলে তাকে ব্যভিচারের শাস্তি হিসাবে রজম করতে হবে। শুধুমাত্র ‘গর্ভ' বা অবৈধ গর্ভের কারণে কাউকে হত্যা করা যায় না। কারণ এই প্রকারের গর্ভের কারণ হিসাবে জবরদস্তি, ভুল, ধোঁকা ইত্যাদি অনেক সম্ভাবনা থাকে যেগুলোর কারণে ‘রজম' রহিত হয়। এক্ষেত্রে মূলনীতি আগেই উল্লেখ করা হয়েছে যে, অপরাধ প্রমাণের সামান্যতম সন্দেহ হদ্দ বা শরীআতি শাস্তি রহিত করে । আল্লাহই ভালো জানেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন