ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৮. তালাক - ডিভোর্স অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৭১২
ক্রীতদাসী স্ত্রী মাতৃত্বের কারণে আযাদ হলে তার ইদ্দত
(১৭১২) তাবিয়ি ইয়াহইয়া ইবন আবু কাসীর বলেন, আমর ইবনুল আস বলেন যে, মালিকের সন্তানের মাতা ক্রীতদাসী আযাদ হলে তাকে তিন ঋতুস্রাব ইদ্দত পালন করতে হবে। এবং এ বিষয়ে তিনি (চূড়ান্ত মতামতের জন্য) উমার রা.র নিকট চিঠি লিখেন। উত্তরে চিঠি লিখে উমার রা. তার এই মতের প্রশংসা করেন।
عن يحيى بن أبي كثير أن عمرو بن العاص أمر أم ولد أعتقت أن تعتد ثلاث حيض وكتب إلى عمر فكتب بحسن رأيه
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা