ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৮. তালাক - ডিভোর্স অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৭১৩
কীভাবে শোকপালন করতে হবে
(১৭১৩) উম্মু আতীয়্যাহ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কোনো নারী কারো মৃত্যুতে তিন দিনের বেশী শোক প্রকাশ করতে পারবে না, শুধুমাত্র স্বামীর মৃত্যুতে চারমাস দশদিন শোক প্রকাশ করবে। এ সময়ে সে কোনো রং করা কাপড় পরিধান করবে না, তবে বয়ানের পূর্বে সুতায় সামান্য রং জড়িত ইয়ামানের 'আসাব' কাপড় পরতে পারবে। এবং এ সময়ে সে সুরমা কাজল ব্যবহার করবে না, কোনো প্রকারের সুগন্ধি স্পর্শ করতে পারবে না। তবে সে ঋতুস্রাব থেকে পবিত্র হলে সামান্য পরিমাণে সাধারণ সুগন্ধি কিস্ত বা আযফার ব্যবহার করতে পারবে ।
عن أم عطية رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم قال: لا تجد امرأة على ميت فوق ثلاث إلا على زوج أربعة أشهر وعشرا ولا تلبس ثوبا مصبوغا إلا ثوب عصب ولا تكتحل ولا تمس طيبا إلا إذا طهرت نبذة من قسط أو أظفار….ولا تختضب ….(ولا تمتشط)
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান