ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৮. তালাক - ডিভোর্স অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৭১১
মৃত্যু এবং তালাক সংঘটিত হওয়ার দিন থেকে ইদ্দত গণনা হবে
(১৭১১) ইবন উমার রা বলেন, মহিলার ইদ্দত শুরু হবে যে দিন তাকে তালাক দেওয়া হয়েছে সেই দিন থেকে এবং যে দিন তার স্বামী মৃত্যুবরণ করেছে সেই দিন থেকে।
عن ابن عمر رضي الله عنهما قال: عدتها من يوم طلقها ومن يوم يموتُ عنها
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান