ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৮. তালাক - ডিভোর্স অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১৭১০
তালাক - ডিভোর্স অধ্যায়
গর্ভবতী স্ত্রীর ইদ্দত প্রসব পর্যন্ত যদিও তা তালাক বা মৃত্যুর পরেই হয়
(১৭১০) উম্মু সালামা রা. বলেন, সুবাইয়া আসলামিয়্যাহ তার স্বামীর মৃত্যুর কয়েক দিন পরেই সন্তান প্রসব করেন। তিনি বিষয়টি রাসূলুল্লাহ (ﷺ) কে জানান । তখন রাসূলুল্লাহ (ﷺ) তাকে বিবাহ করার নির্দেশ দেন।
كتاب الطلاق
عن أم سلمة رضي الله عنها قالت: إن سبيعة الأسلمية نفست بعد وفاة زوجها بليال وإنّها ذكرت ذلك لرسول الله صلى الله عليه وسلم فأمرها أن تتزوج
tahqiq

তাহকীক: