ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৮. তালাক - ডিভোর্স অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৭০৯
যাদের মধ্যে লিআন হয় না
(১৭০৯) আমর ইবন শুআইব তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, চার প্রকার নারীর সাথে লিআন হয় না: মুসলিম স্বামীর খ্রিস্টান স্ত্রী, মুসলিম স্বামীর ইয়াহুদি স্ত্রী, ক্রীতদাসের স্বাধীনা স্ত্রী এবং স্বাধীন ব্যক্তির ক্রীতদাসী স্ত্রী।
عن عمرو بن شعيب عن أبيه عن جده أن النبي صلى الله عليه وسلم قال: أربع من النساء لا ملاعنة بينهن: النصرانية تحت المسلم واليهودية تحت المسلم والحرة تحت المملوك والمملوكة تحت الحر

তাহকীক:
তাহকীক চলমান