ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৮. তালাক - ডিভোর্স অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৭০৮
যে সন্তানকে কেন্দ্র করে লিআন সেই সন্তান তার মায়ের সাথে যুক্ত হবে
(১৭০৮) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) একব্যক্তি ও তার স্ত্রীর মধ্যে লিআন করান। সেই স্বামী স্ত্রীর গর্ভের সন্তানকে অস্বীকার করে।তখন তিনি তাদের দুইজনকে বিচ্ছিন্ন করে দেন এবং সন্তানকে স্ত্রীলোকটির সাথে সংযুক্ত করে দেন।
عن ابن عمر رضي الله عنهما أنّ النّبي صلى الله عليه وسلم لاعن بين رجل وامرأته فانتفى من ولدها ففرق بينهما وألحق الولد بالمرأة

তাহকীক:
তাহকীক চলমান