ফিকহুস সুনান ওয়াল আসার

৮. তালাক - ডিভোর্স অধ্যায়

হাদীস নং: ১৭১২
ক্রীতদাসী স্ত্রী মাতৃত্বের কারণে আযাদ হলে তার ইদ্দত
(১৭১২) তাবিয়ি ইয়াহইয়া ইবন আবু কাসীর বলেন, আমর ইবনুল আস বলেন যে, মালিকের সন্তানের মাতা ক্রীতদাসী আযাদ হলে তাকে তিন ঋতুস্রাব ইদ্দত পালন করতে হবে। এবং এ বিষয়ে তিনি (চূড়ান্ত মতামতের জন্য) উমার রা.র নিকট চিঠি লিখেন। উত্তরে চিঠি লিখে উমার রা. তার এই মতের প্রশংসা করেন।
عن يحيى بن أبي كثير أن عمرو بن العاص أمر أم ولد أعتقت أن تعتد ثلاث حيض وكتب إلى عمر فكتب بحسن رأيه

হাদীসের ব্যাখ্যা:

ইসলামে দাসমুক্তির বিভিন্ন প্রক্রিয়ার অন্যতম হল দাসীকে স্ত্রীরূপে ব্যবহারের অনুমতি। কোনো দাসী মালিকের সন্তান জন্মদান করলে সে দাসত্ব থেকে মুক্তি পায়। তার ইদ্দত স্বাধীন নারীর মতোই। (অনুবাদক)
tahqiqতাহকীক:তাহকীক চলমান