ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৭. বিবাহ-শাদীর অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৬১১
মেয়েদের মোহর অতিরিক্ত বেশী ধার্য করা
(১৬১১) উমার রা. বলেন, শোনো! তোমরা স্ত্রীদের মোহর নির্ধারণে অতি বাড়াবাড়ি কোরো না (সাধ্যাতিরিক্ত মোহর ধার্য কোরো না)। কারণ বেশী মোহর প্রদান করা যদি দুনিয়ায় কোনো সম্মানের বিষয় হত বা আল্লাহর নিকট কোনো তাকওয়ার বিষয় হত তাহলে নবী (ﷺ)-ই তোমাদের মধ্যে এবিষয়ে সর্বাধিক অগ্রগণ্য হতেন। বারো উকিয়ার বেশী মোহর তিনি নিজে তাঁর কোনো স্ত্রীকে প্রদান করেন নি এবং তাঁর কোনো কন্যাকেও প্রদান করা হয় নি।
عن عمر رضي الله عنه قال: ألا لا تغالوا بصدق النساء فإنها لو كانت مكرمة فى الدنيا أو تقوى عند الله لكان أولاكم بها النبي صلى الله عليه وسلم ما أصدق رسول الله صلى الله عليه وسلم امرأة من نسائه ولا أصدقت امرأة من بناته أكثر من ثنتي عشرة أوقية

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৬১২
মেয়েদের মোহর অতিরিক্ত বেশী ধার্য করা
(১৬১২) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর স্ত্রীগণের মোহর ছিল বার উকিয়া ও অর্ধ উকিয়া।**
عن عائشة رضي الله عنها قالت: كان صداقه صلى الله عليه وسلم لأزواجه ثنتي عشرة أوقية ونشا والنّش نصف أوقية

তাহকীক:
তাহকীক চলমান
