ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৭. বিবাহ-শাদীর অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৬১০
শিগার বা মোহরশূন্য পারস্পরিক বিবাহ মাকরূহ
(১৬১০) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ‘শিগার' (মোহরশূন্য পারস্পারিক বিবাহ) নিষেধ করেছেন। আর শিগার বিবাহের রূপ হল যে, একব্যক্তি তার কন্যাকে অন্যের নিকট বিবাহ দিবেন এই শর্তে যে, দ্বিতীয় ব্যক্তি বিনিময়ে তার কন্যাকে প্রথম ব্যক্তির নিকট বিবাহ দিবেন এবং তাদের মধ্যে কোনো মোহর থাকবে না।
عن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم نهى عن الشغار والشغار أن يزوج الرجل ابنته على أن يزوجه الآخر ابنته ليس بينهما صداق
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান