ফিকহুস সুনান ওয়াল আসার

৭. বিবাহ-শাদীর অধ্যায়

হাদীস নং: ১৬১২
মেয়েদের মোহর অতিরিক্ত বেশী ধার্য করা
(১৬১২) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর স্ত্রীগণের মোহর ছিল বার উকিয়া ও অর্ধ উকিয়া।**
عن عائشة رضي الله عنها قالت: كان صداقه صلى الله عليه وسلم لأزواجه ثنتي عشرة أوقية ونشا والنّش نصف أوقية

হাদীসের ব্যাখ্যা:

** তৎকালীন মুদ্রার হিসাবে এক উকিয়া ছিল ৪০ দিরহাম বা রৌপ্যমুদ্রার সমান। বারো উকিয়া ৪৮০ দিরহাম ও সাড়ে বারো উকিয়া ৫০০ দিরহাম। আধুনিক হিসাবে এক উকিয়া রৌপ্য ১৪০ গ্রাম। ১২ উকিয়া ১৬৮০ গ্রাম এবং সাড়ে বারো উকিয়া ১৭৫০ গ্রাম। এতে দেখা যায় যে তাদের মোহর ছিল ১৭০০/১৭৫০ গ্রাম রৌপ্য বা ৪৮০/৫০০ রৌপ্যমুদ্রা। আমরা জানি, যাকাতের নিসাব ৫ উকিয়া বা ৭০০ গ্রাম রৌপ্য ৭০০ গ্রাম রৌপ্যের মালিক তৎকালীন সমাজে ধনী বলে বিবেচিত হতেন। কাজেই ১৭০০/১৭৫০ গ্রাম রৌপ্য সম্মানজনক মোহর বলেই আমরা বুঝতে পারি। তবে এখানে আমাদের বুঝতে হবে যে, দ্রব্যমূল্য পরিবর্তনের সাথে সাথে স্বর্ণের মূল্যে পরিবর্তন হলেও রৌপ্যের মূল্য কমই রয়েছে। তৎকালীন অর্থ ব্যবস্থায় ১৭০০ গ্রাম রৌপ্য ছিল ২৪২ গ্রাম স্বর্ণের সমমূল্যের। কিন্তু বর্তমান বাজারে ১৭০০ গ্রাম রৌপ্যের মূল্য কমবেশি ৩৫/৪০ হাজার টাকা, অথচ ২৪২ গ্রাম স্বণের মূল্য প্রায় দুইলক্ষ টাকা । সর্বাবস্থায় আমরা বুঝতে পারছি যে, মোহর যেমন কনের জন্য অপমানজনক হবে না, তেমনি বরের জন্য অসম্ভবও হবে না। (অনুবাদক)
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ১৬১২ | মুসলিম বাংলা