ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৭. বিবাহ-শাদীর অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৬১৩
যার মনে মোহর আদায়ের ইচ্ছা নেই তার পাপের বর্ণনা
(১৬১৩) মাইমুন কুরদি তার পিতা থেকে বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, যে কোনো ব্যক্তি যদি বেশী বা কম মোহর ধার্য করে কোনো মহিলাকে বিবাহ করে কিন্তু তার মনের মধ্যে স্ত্রীর অধিকার আদায় করে দেওয়ার ইচ্ছা নেই, এভাবে ধোঁকা দিয়ে তাকে বিবাহ করে তার অধিকার তাকে বুঝে না দিয়ে যদি সে মৃত্যুবরণ করে তাহলে সে কিয়ামতের দিন ব্যভিচারীরূপে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে।
عن ميمون الكردي عن أبيه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: أيما رجل تزوج امرأة على ما قل من المهر أو كثر ليس في نفسه أن يؤدي إليها حقها خدعها فمات ولم يؤد إليها حقها لقي الله يوم القيامة وهو زان

তাহকীক:
তাহকীক চলমান