ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৭. বিবাহ-শাদীর অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৬০১
বিবাহে পাত্র-পাত্রীর সমযোগ্যতা
(১৬০১) ইবন উমার রা. থেকে রাসূলুল্লাহ (ﷺ) এর নামে বর্ণিত, আরবগণ একে অপরের জন্য যোগ্য: গোত্রের সাথে গোত্র এবং ব্যক্তির সাথে ব্যক্তি মাওয়ালিগণ১ একে অপরের জন্য যোগ্য: গোত্রের সাথে গোত্র এবং ব্যক্তির সাথে ব্যক্তি। শুধুমাত্র ব্যতিক্রম হল তন্তুবায়ী বা বয়নকারী (weaver/knitter) এবং রক্তমোক্ষণকারী (Cupper)।
عن ابن عمر رضي الله عنهما مرفوعا: العرب بعضهم أكفاء لبعض قبيلة بقبيلة ورجل برجل والموالي بعضهم أكفاء لبعض قبيلة بقبيلة ورجل برجل إلا حائك أو حجام
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৬০২
বিবাহে পাত্র-পাত্রীর সমযোগ্যতা
(১৬০২) সালমান ফারসি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর মর্যাদায় আপনাদেরকে আমরা মর্যাদা দান করি, অর্থাৎ আরবদেরকে; আমরা আপনাদের মেয়েদের বিবাহ করি না।
عن سلمان الفارسي رضي الله عنه قال: تفضلكم بفضل رسول الله صلى الله عليه وسلم يعني العرب لا ننكح نساءكم
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:১৬০৩
বিবাহে পাত্র-পাত্রীর সমযোগ্যতা
(১৬০৩) ফাতিমা বিনতু কাইস রা বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাকে বলেন, তুমি উসামা ইবন যাইদকে বিবাহ করো।**
عن فاطمة بنت قيس رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم قال لها: انكحي أسامة بن زيد
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:১৬০৪
বিবাহে পাত্র-পাত্রীর সমযোগ্যতা
(১৬০৪) আবু হুরাইরা রা. বলেন, আবু হিন্দ নামক (অনারব মাওয়ালি) একব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ) এর মাথার চাঁদিতে সিঙ্গা দিয়ে রক্তমোক্ষণ করেন । তখন রাসূলুল্লাহ (ﷺ) মদীনার অন্যতম আরব গোত্র বনু বাইয়াদাহকে বলেন, হে বনু বাইয়াদাহ, তোমরা আবু হিন্দকে তোমাদের মেয়ে বিবাহ দেবে এবং তার মেয়েদেরকে তোমরা বিবাহ করবে।
عن أبي هريرة رضي الله عنه أن أبا هند حجم النبي صلى الله عليه وسلم في اليافوخ فقال النبي صلى الله عليه وسلم يا بني بياضة أنكحوا أبا هند وانكحوا إليه….(وكان حجاما)
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা