ফিকহুস সুনান ওয়াল আসার
৭. বিবাহ-শাদীর অধ্যায়
হাদীস নং: ১৬০৩
বিবাহে পাত্র-পাত্রীর সমযোগ্যতা
(১৬০৩) ফাতিমা বিনতু কাইস রা বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাকে বলেন, তুমি উসামা ইবন যাইদকে বিবাহ করো।**
عن فاطمة بنت قيس رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم قال لها: انكحي أسامة بن زيد
হাদীসের ব্যাখ্যা:
** ফাতিমা বিনতু কাইস কুরাইশ বংশের মহিলা ছিলেন। তিনি কুরাইশ বংশের অন্যতম নেতা মুআবিয়া রা.কে বিবাহ করার বিষয়ে রাসূলুল্লাহ (ﷺ) এর মতামত জানতে চান। তখন তিনি তাঁকে উপদেশ দেন যে, তুমি উসামাকে বিবাহ করো। উসামা মাওয়ালি বা অনারব আযাদকৃত ক্রীতদাস ছিলেন। (অনুবাদক)
