ফিকহুস সুনান ওয়াল আসার

৭. বিবাহ-শাদীর অধ্যায়

হাদীস নং: ১৬০২
বিবাহে পাত্র-পাত্রীর সমযোগ্যতা
(১৬০২) সালমান ফারসি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর মর্যাদায় আপনাদেরকে আমরা মর্যাদা দান করি, অর্থাৎ আরবদেরকে; আমরা আপনাদের মেয়েদের বিবাহ করি না।
عن سلمان الفارسي رضي الله عنه قال: تفضلكم بفضل رسول الله صلى الله عليه وسلم يعني العرب لا ننكح نساءكم

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার বলেন, সালমান ফারসি রা.র এই কথার অর্থ হল আরব অনারব বংশধারার মধ্যে সমন্বয় করে বিবাহ উত্তম। এর অর্থ এই নয় যে, অনারব কর্তৃক আরব মহিলা বিবাহ জায়িয নয়। কারণ রাসূলুল্লাহ (ﷺ) নিজে অনারব, ক্রীতদাস ও মাওয়ালিদেরকে আরব মেয়েদের সাথে বিবাহ দিয়েছেন । বিভিন্ন পেশায় নিয়োজিত ব্যক্তিদের সাথে মেয়েদের বিবাহ দিতে উৎসাহ প্রদান করেছেন।** নিম্নের হাদীসগুলোতে তা দেখা যায় ।
————————————————————
** তিনি তাঁর নিজের আযাদকৃত ক্রীতদাস যাইদকে তাঁরই ফুফাতো বোন যাইনাব বিনত জাহশের সাথে বিবাহ দেন। কাফ্রি ক্রীতদাস বিলালকেও তিনি আরব মহিলার সাথে বিবাহ দেন। বংশগত, পেশাগত বা অনুরূপ সকল ভেদাভেদ, যা প্রাচীন যুগ থেকে আরব ও অন্যান্য সমাজে বিদ্যমান ছিল, তা বিলোপের জন্য তিনি এ সকল পদক্ষেপ গ্রহণ করেন। (অনুবাদক)
tahqiqতাহকীক:তাহকীক চলমান