ফিকহুস সুনান ওয়াল আসার

৭. বিবাহ-শাদীর অধ্যায়

হাদীস নং: ১৬০৪
বিবাহে পাত্র-পাত্রীর সমযোগ্যতা
(১৬০৪) আবু হুরাইরা রা. বলেন, আবু হিন্দ নামক (অনারব মাওয়ালি) একব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ) এর মাথার চাঁদিতে সিঙ্গা দিয়ে রক্তমোক্ষণ করেন । তখন রাসূলুল্লাহ (ﷺ) মদীনার অন্যতম আরব গোত্র বনু বাইয়াদাহকে বলেন, হে বনু বাইয়াদাহ, তোমরা আবু হিন্দকে তোমাদের মেয়ে বিবাহ দেবে এবং তার মেয়েদেরকে তোমরা বিবাহ করবে।
عن أبي هريرة رضي الله عنه أن أبا هند حجم النبي صلى الله عليه وسلم في اليافوخ فقال النبي صلى الله عليه وسلم يا بني بياضة أنكحوا أبا هند وانكحوا إليه….(وكان حجاما)

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার বলেন, সমগোত্র বা সমমর্যাদার পাত্রের বিধান দেওয়া হয়েছে পাত্র-পাত্রীর স্বার্থ রক্ষার জন্য। অনেক সময় সমগোত্রীয় বিবাহ বর্জন করার মধ্যে অধিকতর কল্যাণ থাকতে পারে। আল্লাহই ভালো জানেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৬০৪ | মুসলিম বাংলা