ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৭. বিবাহ-শাদীর অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৫৭১
ওয়ালীমা ও দাওয়াত কবুল করতে হবে, যদি সেখানে আপত্তিকর খেলতামাশা না থাকে
(১৫৭১) আব্দুল্লাহ ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি তোমাদের কাউকে ওয়ালীমার দাওয়াত প্রদান করা হয়, তবে সে যেন তথায় গমন করে। (মুসলিম সঙ্কলিত দ্বিতীয় বর্ণনায়: তোমাদের কেউ যদি তার ভাইকে দাওয়াত দেয় তাহলে সে যেন সেই দাওয়াত কবুল করে বিবাহ হোক বা অনুরূপ কিছু হোক)।
عن عبد الله بن عمر رضي الله عنه مرفوعا: إذا دعي أحدكم إلى الوليمة فليأتها. وفي لفظ مسلم: إذا دعا أحدكم أخاه فليجب عرسا كان أو نحوه
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:১৫৭২
ওয়ালীমা ও দাওয়াত কবুল করতে হবে, যদি সেখানে আপত্তিকর খেলতামাশা না থাকে
(১৫৭২) আবু হুরাইরা রা. বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, আর যে ব্যক্তি দাওয়াত কবুল করল না সে মহিমাময় মহাসম্মানিত আল্লাহ ও তাঁর রাসূলের অবাধ্যতা করল।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: ومن لم يجب الدعوة فقد عصى الله عز وجل ورسوله
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:১৫৭৩
ওয়ালীমা ও দাওয়াত কবুল করতে হবে, যদি সেখানে আপত্তিকর খেলতামাশা না থাকে
(১৫৭৩) আবু মাসউদ উকবা ইবন আমির রা. থেকে বর্ণিত, তিনি এক বাড়িতে (দাওয়াতে গমন করে) ছবি দেখতে পান । তখন তিনি ফিরে আসেন।
عن أبي مسعود عقبة بن عامر رضي الله عنه أنه رأى صورة في البيت فرجع
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:১৫৭৪
ওয়ালীমা ও দাওয়াত কবুল করতে হবে, যদি সেখানে আপত্তিকর খেলতামাশা না থাকে
(১৫৭৪) ইবন উমার রা. থেকে বর্ণিত, (সাহাবি আবু আইউব আনসারি রা.) তার বাড়িতে গমন করে বাড়ির দেওয়াল পর্দা-আবৃত দেখতে পান। ফলে তিনি বলেন, আল্লাহর কসম, আমি তোমাদের কোনো খাদ্য খাব না। এ কথা বলে তিনি ফিরে আসেন।
عن ابن عمر رضي الله عنهما في الستر على الجدار وفيه: والله لا أطعم لكم طعاما فرجع
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:১৫৭৫
ওয়ালীমা ও দাওয়াত কবুল করতে হবে, যদি সেখানে আপত্তিকর খেলতামাশা না থাকে
(১৫৭৫) তাবিয়ি আমর ইবনুল হারিস বলেন, একব্যক্তি আব্দুল্লাহ ইবন মাসউদ রা.কে ওয়ালীমায় দাওয়াত করে। তিনি ওয়ালীমা-স্থলে প্রবেশ করার সময় তামাশা-কৌতুক শুনতে পান। তখন তিনি সেখানে প্রবেশ করেন না। তাকে বলা হল, আপনি ফিরে আসলেন কেন? তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সংখ্যাবৃদ্ধি করবে সেও সেই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। আর যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের কর্মে সন্তুষ্ট হবে সে সেই কর্মে লিপ্তদের সাথে অংশীদার বলে গণ্য হবে।
عن عمرو بن الحارث أن رجلا دعا عبد الله بن مسعود إلى وليمة فلما جاء ليدخل سمع لهوا فلم يدخل فقال له: لم رجعت؟ قال: إني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: من كثر سواد قوم فهو منهم ومن رضي عمل قوم كان شريك من عمل به
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:১৫৭৬
ওয়ালীমা ও দাওয়াত কবুল করতে হবে, যদি সেখানে আপত্তিকর খেলতামাশা না থাকে
(১৫৭৬) আবু আমির বা আবু মালিক আশআরি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমার উম্মাতের মধ্যে এমন কিছু সম্প্রদায় থাকবে যারা ব্যভিচার, রেশমি কাপড়, মদ ও বাদ্যযন্ত্র হালাল মনে করবে...।
عن أبي عامر أو أبي مالك الأشعري مرفوعا: ليكونن من أمتي أقوام يستحلون الحر والحرير والخمر والمعازف
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান