ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৭. বিবাহ-শাদীর অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৫৭০
বিবাহোত্তর ওয়ালীমা
(১৫৭০) আনাস ইবন মালিক রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আব্দুর রহমান ইবন আউফ রা.র দেহে হলুদের চিহ্ন দেখতে পান। তিনি বলেন, এ কী? আব্দুর রহমান বলেন, আমি একজন মহিলাকে বিবাহ করেছি একটি বিচি পরিমাণ স্বর্ণ (মোহর) প্রদান করে। তিনি বলেন, আল্লাহ তোমাকে বরকত প্রদান করুন। একটি ছাগি দিয়ে হলেও ওয়ালীমা করো।
عن أنس رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم رأى على عبد الرحمن بن عوف أثر صفرة قال: ما هذا؟ قال: إني تزوجت امرأة على وزن نواة من ذهب قال: بارك الله لك أولم ولو بشاة
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা