ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৭. বিবাহ-শাদীর অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৫৭৭
বংশ, বিবাহ ও চারের অধিক সংখ্যার কারণে বিবাহ নিষিদ্ধ মহিলাগণ
(১৫৭৭) ইবন আব্বাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, বংশ সম্পর্কের জন্য সাতজন মহিলাকে বিবাহ করা নিষিদ্ধ এবং বৈবাহিক সম্পর্কের কারণে সাতজন মহিলাকে বিবাহ করা নিষিদ্ধ। অতঃপর তিনি (সূরা নিসার ২৩ নং) আয়াতটি পাঠ করেন: 'তোমাদের উপর হারাম করা হয়েছে তোমাদের মাতাগণকে...'
عن ابن عباس رضي الله عنهما: حرم من النسب سبع ومن الصهر سبع ثم قرأ (حرمت عليكم أمهاتكم) الآية
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৫৭৮
বংশ, বিবাহ ও চারের অধিক সংখ্যার কারণে বিবাহ নিষিদ্ধ মহিলাগণ
(১৫৭৮) ইবন আব্বাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, চার জনের অধিক স্ত্রী পুরুষের জন্য হারাম, যেরূপ তার জন্য তার মাতা, কন্যা ও ভগ্নি হারাম।
عن ابن عباس رضي الله عنهما: ما زاد على أربع فهو حرام كأمه وابنته وأخته
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান