ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৬. হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১৫৪০
হজ্ব - উমরার অধ্যায়
মদীনা মুনাওয়ারার মর্যাদা
(১৫৪০) আব্দুল্লাহ ইবন যাইদ ইবন আসিম রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, ইবরাহীম আ. মক্কাকে হারাম করেছিলেন এবং মক্কার অধিবাসীদের জন্য দুআ করেছিলেন। আর আমি মদীনাকে হারাম ঘোষণা করলাম যেরূপভাবে ইবরাহীম মক্কাকে হারাম ঘোষণা করেছিলেন । এবং ইবরাহীম মক্কাবাসীদের জন্য যে দুআ করেছিলেন, আমি তার দ্বিগুণ দুআ মদীনার সা’ এবং মদীনার মুদ্দ-এর (পরিমাপের পাত্রসমূহের) জন্য করলাম ।
كتاب الحج
عن عبد الله بن زيد بن عاصم رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: إن إبراهيم حرم مكة ودعا لأهلها وإني حرمت المدينة كما حرم إبراهيم مكة وإني دعوت في صاعها ومدها بمثلي ما دعا به إبراهيم لأهل مكة
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৫৪১
হজ্ব - উমরার অধ্যায়
মদীনা মুনাওয়ারার মর্যাদা
(১৫৪১) আলী রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মদীনা হারাম, উভয় প্রান্তে আইর পাহাড় থেকে সাওর পাহাড় পর্যন্ত মধ্যবর্তী সকল স্থান।
كتاب الحج
عن علي رضي الله عنه مرفوعا: المدينة حرام ما بين غير إلى ثور
হাদীস নং: ১৫৪২
হজ্ব - উমরার অধ্যায়
মদীনা মুনাওয়ারার মর্যাদা
(১৫৪২) আনাস ইবন মালিক রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ছিলেন সকল মানুষের মধ্যে সর্বোত্তম ব্যবহারের অধিকারী । আমার একটি ভাই ছিল, তাকে আবু উমাইর' নামে ডাকা হত। তিনি সম্ভবত বলেন, সে কেবল দুধ ছেড়েছিল । তিনি যখন আমাদের বাড়িতে আসতেন তখন বলতেন, হে আবু উমাইর, কী করছে নুগাইর? ‘নুগার' ছিল একটি ছোট্ট পাখি যা নিয়ে সে খেলত।
كتاب الحج
عن أنس رضي الله عنه قال: كان النبي صلى الله عليه وسلم أحسن الناس خلقا وكان لي أخ يقال له أبو عمير قال أحسبه فطيما وكان إذا جاء قال يا أبا عمير ما فعل النغير؟ نغر كان يلعب به
হাদীস নং: ১৫৪৩
হজ্ব - উমরার অধ্যায়
মদীনা মুনাওয়ারার মর্যাদা
(১৫৪৩) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর পরিবারের একটি (পোষা) বন্যপশু ছিল। যখন রাসূলুল্লাহ (ﷺ) বাড়ি থেকে বের হয়ে যেতেন সে তখন খেলাধুলা, লাফালাফি ও আসা-যাওয়া করত। যখন সে অনুভব করত যে, রাসূলুল্লাহ (ﷺ) বাড়িতে প্রবেশ করেছেন তখন সে শান্ত হয়ে বসে থাকত এবং একটুও নড়াচড়া করত না, তাঁকে কোনোভাবে কষ্ট দিয়ে ফেলবে এই ভয়ে।
كتاب الحج
عن عائشة رضي الله عنها قالت: كان لآل رسول الله صلى الله عليه وسلم وحش فإذا خرج (رسول الله صلى الله عليه وسلم) لعب واشتد وأقبل وأدبر فإذا أحس برسول الله صلى الله عليه وسلم أنه (قد) دخل ربض فلم يترمرم ما دام رسول الله صلى الله عليه وسلم في البيت كراهية أن يؤذيه
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৫৪৪
হজ্ব - উমরার অধ্যায়
মদীনা মুনাওয়ারার মর্যাদা
(১৫৪৪) আনাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে এবং আমরা তাকে ভালোবাসি। তোমরা যখন তথায় যাবে তখন তার বৃক্ষাদি থেকে ভক্ষণ করবে, যদি তথাকার কাটাওয়ালা গাছ থেকে কিছু খেতে হয় তাহলেও খাবে।
كتاب الحج
عن أنس بن مالك رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: أحد جبل يحبنا ونحبه فإذا جئتموه فكلوا من شجره ولو من عضاهه
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৫৪৫
হজ্ব - উমরার অধ্যায়
মদীনা মুনাওয়ারার মর্যাদা
(১৫৪৫) সালামা ইবনুল আকওয়া' রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) তাকে বলেন, তুমি যদি আকীক প্রান্তরে শিকার কর তাহলে আমি তোমার আগেই সেখানে যাব এবং ফেরার পথে তোমার সাথে আমার দেখা হবে। আমি আকীক প্রান্তরকে ভালোবাসি।
كتاب الحج
عن سلمة بن الأكوع رضي الله عنه مرفوعا: أما لو كنت تصيد بالعقيق لسبقتك إذا ذهبت وتلقيتك إذا جئت فإني أحب العقيق
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৫৪৬
হজ্ব - উমরার অধ্যায়
মদীনা মুনাওয়ারার মর্যাদা
(১৫৪৬) জাবির রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমি মদীনাকে ‘হারাম' ঘোষণা করছি। এর দুই প্রান্তের পাহাড়দ্বয়ের মধ্যবর্তী সব হারাম । মদীনার কাঁটাওয়ালা গাছও কাটা যাবে না এবং মদীনার প্রাণি শিকার করা যাবে না।
كتاب الحج
عن جابر رضي الله عنه مرفوعا: حرمت المدينة ما بين لابتيها لا يقطع عضاهها ولا يصاد صيدها