ফিকহুস সুনান ওয়াল আসার
৬. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ১৫৪১
 হজ্ব - উমরার অধ্যায়
মদীনা মুনাওয়ারার মর্যাদা
(১৫৪১) আলী রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মদীনা হারাম, উভয় প্রান্তে আইর পাহাড় থেকে সাওর পাহাড় পর্যন্ত মধ্যবর্তী সকল স্থান।
كتاب الحج
عن علي رضي الله عنه مرفوعا: المدينة حرام ما بين غير إلى ثور
হাদীসের ব্যাখ্যা:
গ্রন্থকার বলেন, মদীনার 'হারাম' হওয়ার অর্থ, এর মর্যাদাও মক্কার ন্যায়। হারাম হওয়ার বিধিবিধানের দিক থেকে মদীনা মক্কার মতো হারাম নয় ।** মক্কায় শিকার করা, বৃক্ষলতা কর্তন করা ইত্যাদি অবৈধ । মদীনার জন্য এই বিধান প্রযোজ্য নয়। নিম্নের হাদীসগুলো থেকে বোঝা যায় যে, মদীনাবাসীদের জন্য গাছ কাটা, প্রাণি শিকার ও পোষা বৈধ ছিল ।
** ইমাম মালিক, শাফিয়ি, আহমাদ প্রমুখের মতে মদীনাও মক্কার মতোই হারাম। সেখানে প্রাণি শিকার, গাছ কাটা ইত্যাদি অবৈধ। ইমাম আবু হানীফা প্রমুখ ফকীহের মতে মদীনায় এগুলো অবৈধ নয়। গ্রন্থকার এ বিষয়ক কিছু হাদীস উল্লেখ করেছেন। (অনুবাদক)
** ইমাম মালিক, শাফিয়ি, আহমাদ প্রমুখের মতে মদীনাও মক্কার মতোই হারাম। সেখানে প্রাণি শিকার, গাছ কাটা ইত্যাদি অবৈধ। ইমাম আবু হানীফা প্রমুখ ফকীহের মতে মদীনায় এগুলো অবৈধ নয়। গ্রন্থকার এ বিষয়ক কিছু হাদীস উল্লেখ করেছেন। (অনুবাদক)