ফিকহুস সুনান ওয়াল আসার

৬. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ১৫৪০
মদীনা মুনাওয়ারার মর্যাদা
(১৫৪০) আব্দুল্লাহ ইবন যাইদ ইবন আসিম রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, ইবরাহীম আ. মক্কাকে হারাম করেছিলেন এবং মক্কার অধিবাসীদের জন্য দুআ করেছিলেন। আর আমি মদীনাকে হারাম ঘোষণা করলাম যেরূপভাবে ইবরাহীম মক্কাকে হারাম ঘোষণা করেছিলেন । এবং ইবরাহীম মক্কাবাসীদের জন্য যে দুআ করেছিলেন, আমি তার দ্বিগুণ দুআ মদীনার সা’ এবং মদীনার মুদ্দ-এর (পরিমাপের পাত্রসমূহের) জন্য করলাম ।
عن عبد الله بن زيد بن عاصم رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: إن إبراهيم حرم مكة ودعا لأهلها وإني حرمت المدينة كما حرم إبراهيم مكة وإني دعوت في صاعها ومدها بمثلي ما دعا به إبراهيم لأهل مكة
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ১৫৪০ | মুসলিম বাংলা