ফিকহুস সুনান ওয়াল আসার

৬. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ১৫৪১
মদীনা মুনাওয়ারার মর্যাদা
(১৫৪১) আলী রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মদীনা হারাম, উভয় প্রান্তে আইর পাহাড় থেকে সাওর পাহাড় পর্যন্ত মধ্যবর্তী সকল স্থান।
عن علي رضي الله عنه مرفوعا: المدينة حرام ما بين غير إلى ثور

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার বলেন, মদীনার 'হারাম' হওয়ার অর্থ, এর মর্যাদাও মক্কার ন্যায়। হারাম হওয়ার বিধিবিধানের দিক থেকে মদীনা মক্কার মতো হারাম নয় ।** মক্কায় শিকার করা, বৃক্ষলতা কর্তন করা ইত্যাদি অবৈধ । মদীনার জন্য এই বিধান প্রযোজ্য নয়। নিম্নের হাদীসগুলো থেকে বোঝা যায় যে, মদীনাবাসীদের জন্য গাছ কাটা, প্রাণি শিকার ও পোষা বৈধ ছিল ।

** ইমাম মালিক, শাফিয়ি, আহমাদ প্রমুখের মতে মদীনাও মক্কার মতোই হারাম। সেখানে প্রাণি শিকার, গাছ কাটা ইত্যাদি অবৈধ। ইমাম আবু হানীফা প্রমুখ ফকীহের মতে মদীনায় এগুলো অবৈধ নয়। গ্রন্থকার এ বিষয়ক কিছু হাদীস উল্লেখ করেছেন। (অনুবাদক)
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন