ফিকহুস সুনান ওয়াল আসার
৬. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ১৫৩৯
 হজ্ব - উমরার অধ্যায়
মক্কার বাড়িঘর বিক্রয় করা যাবে না, সেগুলো ‘বিমুক্ত’ বলে অভিহিত
(১৫৩৯) উসামা ইবন যাইদ রা. থেকে বর্ণিত, তিনি (মক্কা বিজয়ের সময়ে) রাসূলুল্লাহ (ﷺ) কে বলেন, হে আল্লাহর রাসূল, আপনি কোথায় অবতরণ ও অবস্থান করবেন? মক্কায় আপনার বাড়িতে? তখন তিনি বলেন, আকীল** কি (আমাদের জন্য) কোনো বাড়িঘর রেখেছে?
كتاب الحج
عن أسامة بن زيد رضي الله عنهما أنه قال: يا رسول الله أين تنزل؟ في دارك بمكة؟ فقال وهل ترك عقيل من رباع أو دور؟
হাদীসের ব্যাখ্যা:
গ্রন্থকার বলেন, এই হাদীস থেকে বোঝা যায় যে, মক্কার বাড়িঘর ব্যক্তিগত মালিকানাধীন হতে পারে এবং কারো নিজস্ব বাড়িঘর থাকতে পারে তবে উপরের হাদীসটির উপর নির্ভর করাই অধিকতর সাবধানতামূলক । আল্লাহই ভালো জানেন।