ফিকহুস সুনান ওয়াল আসার
৬. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ১৫৩৮
মক্কার বাড়িঘর বিক্রয় করা যাবে না, সেগুলো ‘বিমুক্ত’ বলে অভিহিত
(১৫৩৮) আলকামা ইবন নাদলাহ নামক দ্বিতীয় হিজরি শতকের একজন তাবিয়ি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইন্তিকাল করলেন, এবং আবু বাকর রা. এবং উমার রা.; তখন পর্যন্ত মক্কার ঘরবাড়িকে ‘মালিক-বিহীন’ বা ‘বিমুক্ত' বলে অভিহিত করা হত। যার প্রয়োজন হত সে বসবাস করত এবং প্রয়োজন মিটে গেলে বা প্রয়োজনের অতিরিক্ত হলে তাতে অন্যকে বাস করতে দিত।
عن علقمة بن نضلة قال: توفي رسول الله صلى الله عليه وسلم وأبو بكر وعمر رضي الله عنهما وما تدعى رباع مكة إلا السوائب من احتاج سكن ومن استغنى أسكن (ما تُباع ولا تكرى)
