ফিকহুস সুনান ওয়াল আসার

৬. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ১৫৪৬
মদীনা মুনাওয়ারার মর্যাদা
(১৫৪৬) জাবির রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমি মদীনাকে ‘হারাম' ঘোষণা করছি। এর দুই প্রান্তের পাহাড়দ্বয়ের মধ্যবর্তী সব হারাম । মদীনার কাঁটাওয়ালা গাছও কাটা যাবে না এবং মদীনার প্রাণি শিকার করা যাবে না।
عن جابر رضي الله عنه مرفوعا: حرمت المدينة ما بين لابتيها لا يقطع عضاهها ولا يصاد صيدها

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার বলেন, উপরের হাদীসগুলোতে মদীনার অভ্যন্তরে শিকার করা, বৃক্ষ কাটা ইত্যাদির বৈধতা জানা যায়। পক্ষান্তরে শেষোক্ত হাদীসে মদীনার মধ্যে শিকার করা হারাম করা হয়েছে। মদীনার অভ্যন্তরে শিকার করা, বৃক্ষলতা কর্তন করা ইত্যাদির নিষেধাজ্ঞায় আরো কিছু হাদীস বর্ণিত হয়েছে। যারা মদীনার শিকার বৈধ বলেন তারা এই নিষেধাজ্ঞাসমূহের ব্যাখ্যায় বলেন, এখানে তাঁর উদ্দেশ্য ছিল মদীনার সৌন্দর্য রক্ষা করা; যেন মদীনাবাসীগণ মদীনাকে পছন্দ করেন এবং মদীনায় বসবাস তাদের ভালো লাগে । আল্লাহই ভালো জানেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ১৫৪৬ | মুসলিম বাংলা