ফিকহুস সুনান ওয়াল আসার
৬. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ১৫৪৫
মদীনা মুনাওয়ারার মর্যাদা
(১৫৪৫) সালামা ইবনুল আকওয়া' রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) তাকে বলেন, তুমি যদি আকীক প্রান্তরে শিকার কর তাহলে আমি তোমার আগেই সেখানে যাব এবং ফেরার পথে তোমার সাথে আমার দেখা হবে। আমি আকীক প্রান্তরকে ভালোবাসি।
عن سلمة بن الأكوع رضي الله عنه مرفوعا: أما لو كنت تصيد بالعقيق لسبقتك إذا ذهبت وتلقيتك إذا جئت فإني أحب العقيق
