ফিকহুস সুনান ওয়াল আসার
৬. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ১৫৪৪
 হজ্ব - উমরার অধ্যায়
মদীনা মুনাওয়ারার মর্যাদা
(১৫৪৪) আনাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে এবং আমরা তাকে ভালোবাসি। তোমরা যখন তথায় যাবে তখন তার বৃক্ষাদি থেকে ভক্ষণ করবে, যদি তথাকার কাটাওয়ালা গাছ থেকে কিছু খেতে হয় তাহলেও খাবে।
كتاب الحج
عن أنس بن مالك رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: أحد جبل يحبنا ونحبه فإذا جئتموه فكلوا من شجره ولو من عضاهه