ফিকহুস সুনান ওয়াল আসার

৬. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ১৫৪৩
মদীনা মুনাওয়ারার মর্যাদা
(১৫৪৩) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর পরিবারের একটি (পোষা) বন্যপশু ছিল। যখন রাসূলুল্লাহ (ﷺ) বাড়ি থেকে বের হয়ে যেতেন সে তখন খেলাধুলা, লাফালাফি ও আসা-যাওয়া করত। যখন সে অনুভব করত যে, রাসূলুল্লাহ (ﷺ) বাড়িতে প্রবেশ করেছেন তখন সে শান্ত হয়ে বসে থাকত এবং একটুও নড়াচড়া করত না, তাঁকে কোনোভাবে কষ্ট দিয়ে ফেলবে এই ভয়ে।
عن عائشة رضي الله عنها قالت: كان لآل رسول الله صلى الله عليه وسلم وحش فإذا خرج (رسول الله صلى الله عليه وسلم) لعب واشتد وأقبل وأدبر فإذا أحس برسول الله صلى الله عليه وسلم أنه (قد) دخل ربض فلم يترمرم ما دام رسول الله صلى الله عليه وسلم في البيت كراهية أن يؤذيه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৫৪৩ | মুসলিম বাংলা