ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৬. হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ১৪৪০
 হজ্ব - উমরার অধ্যায়
দুর্বলদেরকে মুযদালিফা থেকে আগেই পাঠিয়ে দেওয়া
(১৪৪০) ইবন আব্বাস রা. বলতেন, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর পরিবারের যে সকল দুর্বল (নারী, শিশু ও বৃদ্ধ) মানুষদেরকে মুযদালিফার রাতে আগে আগে (মিনায়) পাঠিয়ে দেন আমিও তাদের একজন। দ্বিতীয় বর্ণনায় তিনি বলেন, আমাকেও রাসূলুল্লাহ (ﷺ) দুর্বল মানুষদের সাথে রাত্রিতেই মুযদালিফা থেকে পাঠিয়ে দেন।
كتاب الحج
عن ابن عباس رضي الله عنهما يقول: أنا ممن قدم النبي صلى الله عليه وسلم ليلة المزدلفة في ضعفة أهله... من جمع بليل
তাহকীক:
হাদীস নং: ১৪৪১
 হজ্ব - উমরার অধ্যায়
দুর্বলদেরকে মুযদালিফা থেকে আগেই পাঠিয়ে দেওয়া
(১৪৪১) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর পরিবারের দুর্বলদেরকে (নারী, শিশু ও বৃদ্ধদের) অন্ধকার থাকতেই আগে আগে পাঠিয়ে দিতেন। এবং তিনি তাদেরকে নির্দেশ দিতেন যে, তারা যেন সূর্যোদয়ের আগে জামরাতুল আকাবার কঙ্কর নিক্ষেপ না করে।
كتاب الحج
عن ابن عباس رضي الله عنهما قال: كان رسول الله صلى الله عليه وسلم يقدم ضعفاء أهله بغلس ويأمرهم يعني لا يرمون الجمرة حتى تطلع الشمس... لا يرمون الجمرة إلا مصبحين
তাহকীক: