ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৬. হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৪৪২
দশই জিলহজ্জ জামরাতুল আকাবার কঙ্কর নিক্ষেপ, এরপর জবাই, এরপর মাথা মুড়ানো বা চুল ছোট করা
(১৪৪২) আনাস ইবন মালিক রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মিনায় এসে প্রথমে জামরায় গমন করেন। সেখানে তিনি কঙ্কর নিক্ষেপ করেন। অতঃপর তিনি নিজ আবাসস্থলে গমন করেন এবং (হজ্জের হাদঈ উটগুলো) জবাই করেন। এরপর তিনি নাপিতকে তাঁর মাথার ডানদিকে ইঙ্গিত করে বলেন, লও । এরপর বামদিক। এরপর তিনি কর্তিত চুলগুলো মানুষদেরকে প্রদান করতে থাকেন ।
عن أنس بن مالك رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم أتى منى فأتى الجمرة فرماها ثم أتى منزله بمنى ونحر ثم قال للحلاق خذ وأشار إلى جانبه الأيمن ثم الأيسر ثم جعل يعطيه الناس

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:১৪৪৩
দশই জিলহজ্জ জামরাতুল আকাবার কঙ্কর নিক্ষেপ, এরপর জবাই, এরপর মাথা মুড়ানো বা চুল ছোট করা
(১৪৪৩) উম্মুল হুসাইন রা. বলেন, বিদায় হজ্জের সময় তিনি শুনলেন যে, রাসূলুল্লাহ (ﷺ) যারা (হজ্জের জন্য) মাথা টাক করেন তাদের জন্য তিনবার এবং যারা (হজ্জের জন্য) মাথার চুল ছাটেন তাদের জন্য একবার দুআ করলেন ।
عن أم الحصين رضي الله عنها أنها سمعت النبي صلى الله عليه وسلم في حجة الوداع دعا للمحلقين ثلاثا وللمقصرين مرة.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৪৪৪
দশই জিলহজ্জ জামরাতুল আকাবার কঙ্কর নিক্ষেপ, এরপর জবাই, এরপর মাথা মুড়ানো বা চুল ছোট করা
(১৪৪৪) ইবন আব্বাস রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মেয়েদের জন্য মাথা টাক করার বিধান নেই। মেয়েরা মাথার চুল ছোট করবে মাত্র ।
عن ابن عباس رضي الله عنهما مرفوعا: ليس على النساء الحلق إنما على النساء التقصير

তাহকীক:
তাহকীক চলমান