ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৬. হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
হাদীস নং: ১৪৪৫
হজ্ব - উমরার অধ্যায়
কখন তালবিয়া পাঠ বন্ধ করতে হবে
(১৪৪৫) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) জামরাতুল আকাবায় কঙ্কর নিক্ষেপ করা পর্যন্ত তালবিয়া পাঠ করতেই থাকেন।
كتاب الحج
عن ابن عباس رضي الله عنهما لم يزل النبي صلى الله عليه وسلم يلبي حتى رمى جمرة العقبة... ثم قطع التلبية مع آخر حصاة
তাহকীক:
হাদীস নং: ১৪৪৬
হজ্ব - উমরার অধ্যায়
কখন তালবিয়া পাঠ বন্ধ করতে হবে
(১৪৪৬) ইবন মাসউদ রা. বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে লক্ষ্য করছিলাম। দেখলাম যে, তিনি জামরাতুল আকাবায় প্রথম কঙ্করটি নিক্ষেপ করা পর্যন্ত তালবিয়া পাঠ করতে থাকেন।
كتاب الحج
عن عبد الله رضي الله عنه قال: رمقت النبي صلى الله عليه وسلم فلم يزل يلبي حتى رمى جمرة العقبة بأول حصاة
তাহকীক:
হাদীস নং: ১৪৪৭
হজ্ব - উমরার অধ্যায়
কখন তালবিয়া পাঠ বন্ধ করতে হবে
(১৪৪৭) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) উমরাহ পালনের সময় যখন হাজারে আসওয়াদ স্পর্শ করতেন তখন থেকে তালবিয়া পাঠ থামিয়ে দিতেন।
كتاب الحج
عن ابن عباس رضي الله عنهما يرفع الحديث أنه كان يمسك عن التلبية في العمرة إذا استلم الحجر
তাহকীক: