ফিকহুস সুনান ওয়াল আসার
৬. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ১৪৪১
হজ্ব - উমরার অধ্যায়
দুর্বলদেরকে মুযদালিফা থেকে আগেই পাঠিয়ে দেওয়া
(১৪৪১) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর পরিবারের দুর্বলদেরকে (নারী, শিশু ও বৃদ্ধদের) অন্ধকার থাকতেই আগে আগে পাঠিয়ে দিতেন। এবং তিনি তাদেরকে নির্দেশ দিতেন যে, তারা যেন সূর্যোদয়ের আগে জামরাতুল আকাবার কঙ্কর নিক্ষেপ না করে।
كتاب الحج
عن ابن عباس رضي الله عنهما قال: كان رسول الله صلى الله عليه وسلم يقدم ضعفاء أهله بغلس ويأمرهم يعني لا يرمون الجمرة حتى تطلع الشمس... لا يرمون الجمرة إلا مصبحين
হাদীসের তাখরীজ (সূত্র):
(আবু দাউদ । তিরমিযি হাদীসটিকে সহীহ বলেছেন)। [সুনান আবু দাউদ, হাদীস-১৯৪১; সুনান তিরমিযি, হাদীস-৮৯৩]
তাহাবিও অনুরূপ হাদীস সহীহ সনদে সঙ্কলন করেছেন। তার বর্ণনায়: ولا يرموا الجمرة إلا مصبحين 'তিনি তাদেরকে নির্দেশ দিতেন প্রভাত হওয়ার আগে জামরার কঙ্কর নিক্ষেপ না করতে'। [তাহাবি, শারহু মাআনিল আসার, হাদীস-৩৯৭৫]
তাহাবিও অনুরূপ হাদীস সহীহ সনদে সঙ্কলন করেছেন। তার বর্ণনায়: ولا يرموا الجمرة إلا مصبحين 'তিনি তাদেরকে নির্দেশ দিতেন প্রভাত হওয়ার আগে জামরার কঙ্কর নিক্ষেপ না করতে'। [তাহাবি, শারহু মাআনিল আসার, হাদীস-৩৯৭৫]