ফিকহুস সুনান ওয়াল আসার

৬. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ১৪৪০
হজ্ব - উমরার অধ্যায়
দুর্বলদেরকে মুযদালিফা থেকে আগেই পাঠিয়ে দেওয়া
(১৪৪০) ইবন আব্বাস রা. বলতেন, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর পরিবারের যে সকল দুর্বল (নারী, শিশু ও বৃদ্ধ) মানুষদেরকে মুযদালিফার রাতে আগে আগে (মিনায়) পাঠিয়ে দেন আমিও তাদের একজন। দ্বিতীয় বর্ণনায় তিনি বলেন, আমাকেও রাসূলুল্লাহ (ﷺ) দুর্বল মানুষদের সাথে রাত্রিতেই মুযদালিফা থেকে পাঠিয়ে দেন।
كتاب الحج
عن ابن عباس رضي الله عنهما يقول: أنا ممن قدم النبي صلى الله عليه وسلم ليلة المزدلفة في ضعفة أهله... من جمع بليل
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
ফিকহুস সুনান - হাদীস নং ১৪৪০ | মুসলিম বাংলা