ফিকহুস সুনান ওয়াল আসার

৬. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ১৪৪১
দুর্বলদেরকে মুযদালিফা থেকে আগেই পাঠিয়ে দেওয়া
(১৪৪১) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর পরিবারের দুর্বলদেরকে (নারী, শিশু ও বৃদ্ধদের) অন্ধকার থাকতেই আগে আগে পাঠিয়ে দিতেন। এবং তিনি তাদেরকে নির্দেশ দিতেন যে, তারা যেন সূর্যোদয়ের আগে জামরাতুল আকাবার কঙ্কর নিক্ষেপ না করে।
عن ابن عباس رضي الله عنهما قال: كان رسول الله صلى الله عليه وسلم يقدم ضعفاء أهله بغلس ويأمرهم يعني لا يرمون الجمرة حتى تطلع الشمس... لا يرمون الجمرة إلا مصبحين
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৪৪১ | মুসলিম বাংলা