ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৬. হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ১৪৩৯
হজ্ব - উমরার অধ্যায়
মুযদালিফা থেকে দশ তারিখ সকালে সূর্যোদয়ের পূর্বে যাত্রা করতে হবে
(১৪৩৯) তাবিয়ি আমর ইবন মাইমুন বলেন, আমি উমার রা.র সাথে মুযদালিফায় ফজরের সালাতে উপস্থিত ছিলাম। সালাত শেষে উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সূর্যোদয়ের পূর্বে মুযদালিফা থেকে (মিনা অভিমুখে) যাত্রা শুরু করেন ।
كتاب الحج
عن عمرو بن ميمون قال: شهدت عمر رضي الله عنه صلى بجمع الصبح فقال:.. أن النبي صلى الله عليه وسلم أفاض قبل أن تطلع الشمس
তাহকীক: