ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৬. হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৪৩৮
হজ্জের পূর্ণতা
(১৪৩৮) উরওয়া ইবন মুদাররিস রা. বলেন, (বিদায় হজ্জের সময়ে ) রাসূলুল্লাহ (ﷺ) যখন মুযদালিফায় ফজরের সালাতের জন্য বের হলেন তখন আমি তাঁর কাছে গেলাম। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি তাঈ গোত্রের পাহাড়দ্বয় থেকে আসছি । আমি আমার বাহনকে কাহিল করে ফেলেছি। এবং নিজেকেও ক্লান্ত করেছি। আল্লাহর কসম, আমি (এতদঞ্চলে) প্রত্যেক ঢিপি-টিলা-পাহাড়ে থেমে অবস্থান করেছি। আমার কি হজ্জ হবে? তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন, যে ব্যক্তি আমাদের সাথে এই সালাতে (মুযদালিফার ফজরের সালাতে) উপস্থিত হবে এবং আমাদের সাথে এখান থেকে রওয়ানা দেওয়া পর্যন্ত অবস্থান করবে এবং সে ইতোপূর্বে দিনে বা রাতে আরাফায় অবস্থান করেছে সে তার হজ্জ পূর্ণ করেছে এবং তার হজ্জের কর্মকাণ্ড আদায় করেছে।
عن عروة بن مضرس رضي الله عنه قال: أتيت رسول الله صلى الله عليه وسلم بالمزدلفة حين خرج إلى الصلاة فقلت يا رسول الله إني جئت من جبلي طيئ أكللت راحلتي وأتعبت نفسي والله ما تركت من حبل إلا وقفت عليه فهل لي من حج فقال رسول الله صلى الله عليه وسلم من شهد صلاتنا هذه ووقف معنا حتى ندفع وقد وقف بعرفة قبل ذلك ليلا أو نهارا فقد أتم حجه وقضى تفثه
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান