ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৬. হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৪৩৬
মুযদালিফায় মাগরিব ও ইশা একত্র করা এবং ফজর আঁধারে পড়া
(১৪৩৬) আব্দুল্লাহ ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মুযদালিফায় মাগরিব এবং ইশার সালাত একত্র করেন। এই দুই সালাতের মধ্যে কোনো প্রকার (সুন্নত নফল) সালাত আদায় করেন নি। এবং তিনি মাগরিবের সালাত তিন রাকআত আদায় করেন এবং ইশার সালাত দুই রাকআত আদায় করেন।
عن عبد الله بن عمر رضي الله عنهما قال: جمع رسول الله صلى الله عليه وسلم بين المغرب والعشاء يجمع ليس بينهما سجدة وصلى المغرب ثلاث ركعات وصلى العشاء ركعتين... صلاهما بإقامة واحدة

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:১৪৩৭
মুযদালিফায় মাগরিব ও ইশা একত্র করা এবং ফজর আঁধারে পড়া
(১৪৩৭) তাবিয়ি আব্দুর রহমান ইবন ইয়াযীদ বলেন, আমরা আব্দুল্লাহ ইবন মাসউদের সাথে মক্কায় গমন করি। এরপর আমরা (হজ্জের সময় আরাফা থেকে) মুযদালিফায় আগমন করি। তখন তিনি মাগরিব ও ইশা দুইটি সালাত পৃথক পৃথকভাবে আদায় করলেন। তিনি প্রত্যেক সালাতের জন্য আযান এবং ইকামত দিলেন এবং দুই সালাতের মাঝে রাতের খাবার খেলেন। অতঃপর যখন প্রভাতের উন্মেষ হল তখন তিনি ফজরের সালাত আদায় করলেন। তখন কেউ বলছিল, প্রভাতের উন্মেষ হয়েছে আর কেউ বলছিল, এখনো প্রভাতের উন্মেষ হয় নি। এরপর তিনি বললেন, এই দুই সালাতকে তাদের সময় থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
عن عبد الرحمن بن يزيد قال: خرجنا مع عبد الله رضي الله عنه إلى مكة ثم قدمنا جمعا فصلى الصلاتين كل صلاة وحدها بأذان وإقامة والعشاء بينهما ثم صلى الفجر حين طلع الفجر قائل يقول طلع الفجر وقائل يقول لم يطلع الفجر ثم قال إن رسول الله صلى الله عليه وسلم قال إن هاتين الصلاتين حولتا عن وقتهما... صلى الفجر يومئذ قبل ميقاتها... قبل وقتها بغلس

তাহকীক:
তাহকীক চলমান
